বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে ২৪ ঘন্টা হরতাল ডেকেছে বিএনপি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার কার্যালয়ে দেখা করার পর তিনি গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে। এরপর তাকে বহনকারী প্রাইভেটকারটিতে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। তিনি কোমরে একটি ও উরুতে তিনটি গুলিবিদ্ধ হন। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
বিডি-প্রতিদিন/ ১৪ জানুয়ারি ১৫/ সালাহ উদ্দীন