চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাবের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' মতিউর রহমান এম (২৫) নামে এক ছাত্রদল নেতাকে নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৩টার দিকে উপজেলার কনসাটে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত মতিউর রহমান হচ্ছে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গুহিপাড়া গ্রামের মন্টু আলীর ছেলে এবং শ্যামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল সাংবাদিকদের জানান, কানসাটে অব্যাহত সন্ত্রাসের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে যৌথবাহিনী অভিযান চালিয়ে মতিউর রহমানকে গ্রেফতার করে। শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে মতিউর রহমানের স্বীকারোক্তি অনুযায়ী র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা অস্ত্র উদ্ধারে কাসাট এলাকায় যায়। এমন সময় তার অপর সহযোগিরা র্যাবকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ও ককটেল নিক্ষেপ করলে র্যাবও পাল্টা গুলি বর্ষণ করে। এসময় মতিউর রহমান পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে তার লাশ ও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে, ১টি বিদেশী পিস্তল, ১টি রিভালবার, ২টি এলজি বন্দুক, ২টি সুটারগান, ৫ রাউন্ড গুলি, ৩টি ম্যাগজিন, ১৭টি ককটেল, ১০টি পেট্রোল বোমা ও ৫ ধরণের দেশীয় অস্ত্র।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৫/মাহবুব