একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিল আবেদনের শুনানিতে আসামিপক্ষের শেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।
বুধবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চে যুক্তিতর্ক উপস্থাপন করছেন নিজামির আইনজীবী এস এম শাহজাহান।
এর আগে, মঙ্গলবার দ্বিতীয় দিনেও যুক্তিতর্ক উপস্থাপন করেন শাহজাহান। দু’দিনে তিনি নিজামীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রমাণিত আটটি অভিযোগের মধ্যে সাতটিতে সাক্ষীদের সাক্ষ্যের বিষয়ে সম্পূর্ণ এবং শেষটির বিষয়ে আংশিক যুক্তিতর্ক উপস্থাপন করেছেন।
জানা গেছে, শাহজাহান সাক্ষ্যভিত্তিক যুক্তিতর্ক উপস্থাপন শেষ করার পর নিজামীর প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন আইনি পয়েন্টে যুক্তিতর্ক উপস্থাপন করবেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে নেতৃত্ব দিচ্ছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আগামী ০৭ ডিসেম্বর একদিন যুক্তিতর্ক উপস্থাপন করবে রাষ্ট্রপক্ষ। ০৮ ডিসেম্বর আসামিপক্ষের জবাবি যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে শেষ হবে এ আপিল মামলার শুনানি।
প্রসঙ্গত, গত বছরের ২৯ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের দায়ে মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেন চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত ৩ সদস্যের ট্রাইব্যুনাল-১। পরে এ রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন নিজামী।
বিডি-প্রতিদিন/০২ ডিসেম্বর, ২০১৫/মাহবুব