মানব পাচারকারী চক্রের ৮৬ দালালকে শনাক্ত করেছে পুলিশ। মিয়ানমার থেকে ফেরত আনা ৪৮ জনকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন জেলার এসব দালালের নাম জানা গেছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে থাকা মিয়ানমার ফেরত ৪৩ জনকে পুলিশের জিম্মায় বাড়ি পাঠানো হয়।
তিনি জানান, বুধবার মিয়ানমার থেকে ফেরত আনা ৪৮ জনের মধ্যে ৫ জন শিশু ছিল। আদালতের নির্দেশ মতে রেড ক্রিসেন্টের জিম্মায় শিশুদের বৃহস্পতিবার রাতে তাদের বাড়ি পাঠানো হয়। অন্যান্য প্রক্রিয়া শেষে অপর ৪৩ জনকে শুক্রবার পাঠানো হয়। এদের জিজ্ঞাসাবাদে ১৮টি জেলার ৮৬ দালালের নাম পাওয়া গেছে। তাদের নামে মামলা করা হবে।
জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলিমা রায়হানা জানান, বুধবার ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে এ ৪৮ জনকে দেশে আনা হয়েছে। দালালের খপ্পরন পড়ে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমারের জলসীমায় উদ্ধার হয়েছিল ৯৩৫ জন। তার মধ্যে ৭ দফায় বাংলাদেশি হিসেবে শনাক্ত ৭৭৭ জনকে ফেরত আনা হয়। সর্বশেষ ৪৮ জনকে আনা হয় গত বুধবার।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ