ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, শিগগিরই ফেসবুক খুলে দেওয়া হবে।
রবিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ফেসবুক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
এর আগে, রবিবার সকাল সাড়ে ১০টায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
অন্যদিকে, ফেসবুকের পক্ষে উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়া অঞ্চলের ল’ এনফোর্সমেন্ট স্পেশালিস্ট বিক্রম লাংঘে এবং পাবলিক পলিসি ম্যানেজার দিপালি লিবারহান।
আলোচনার বিষয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেন, বৈঠকে আমরা ফেসবুক কর্তৃপক্ষকে জানিয়েছে, অপব্যবহার করা হচ্ছে, প্রপাগণ্ডা ছড়ানো হচ্ছে। আমাদের জাতীয় নিরাপত্তার বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। তারা কতটুকু সাহায্য করবেন তা জানিয়েছেন।
এর আগে, গত ৩০ নভেম্বর ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ জানিয়ে মেইল করেন। এর একদিন পর চিঠির জবাব দেয় ফেসবুক কর্তৃপক্ষ, যাতে আলোচনায় বসার সময় নির্ধারণ করা হয়।
বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর, ২০১৫/মাহবুব