মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসীন। রবিবার বিকেলে সংসদ ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সংসদ সচিব মো. আশরাফুল মকবুল শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ আ স ম ফিরোজ, হুইপ আতিউর রহমান আতিক, শহীদুজ্জামান সরকার ও মো. শাহাব উদ্দিন এবং সংসদ-সদস্য আব্দুস শহীদ উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ আসনের সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী। পরে ইসি তার শূন্য আসনে উপনির্বাচনের ব্যবস্থা নিলে গত ২৩ নভেম্বর সৈয়দা সায়রা মহসীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ