গাজীপুর ও রংপুর মহানগর এলাকায় পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দু’টি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইন দু'টি হলো গাজীপুর মহানগর পুলিশ আইন (২০১৫) ও রংপুর মহানগর পুলিশ আইন (২০১৫)।
আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইন দুটির খসড়ার অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব বিজয় ভট্টাচার্য সাংবাদিকদের এ কথা জানান।
মেট্রোপলিটন এলাকায় নাগরিকদের পুলিশি সেবা নিশ্চিত করতে আইন দু’টির খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে বলে বিজয় ভট্টাচার্য জানান।
বিডি-প্রতিদিন/৭ ডিসেম্বর ২০১৫/শরীফ