দশম জাতীয় সংসদের দ্বিতীয় বছরপূর্তিতে (৫ জানুয়ারি) এবারও কর্মসূচি দেবে আওয়ামী লীগ। শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এ কথা জানান। তিনি বলেন, ''আমাদেরও কর্মসূচি থাকবে। তা পরে জানিয়ে দেওয়া হবে।''
পৌরসভা নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্যের প্রতিবাদ জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল। এর আগে ৫ জানুয়ারি জনসভা করার ঘোষণা দেয় বিএনপি। সকালে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ৫ জানুয়ারি সারাদেশে সমাবেশ করবে তারা। কেন্দ্রীয়ভাবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তাদের সমাবেশ করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে।
পৌর নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অভিযোগ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ''আপনি কোন ধরনের নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন। ছিয়ানব্বইয়ের মতো নির্বাচন আশা করেছিলেন?''
গত বছর ৫ জানুয়ারি আওয়ামী লীগ 'গণতন্ত্র রক্ষার দিন' হিসেবে পালন করে। অন্যদিকে বিএনপি 'গণতন্ত্র হত্যা দিবস' হিসেবে পালন করে। ২০১৫ সালে ওই দিন পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়া হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর কর্মসূচিতে বাধা পেয়ে লাগাতার অবরোধ ডাকেন খালেদা জিয়া।
বিডি-প্রতিদিন/০২ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ