বিভিন্ন যোগাযোগ যন্ত্রের পাশাপাশি বিসিএস পরীক্ষায় এবার নিষিদ্ধ করা হলো ঘড়ি। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে মুঠোফোন, ঘড়ি, ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর, বই এবং ব্যাগ পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। একই সঙ্গে পিএসসির ভবিষ্যৎ নিয়োগ পরীক্ষার জন্যও ওই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে।
এর আগে বিসিএস প্রিলিমিনারিতে ক্যালকুলেটর ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। আগামী ৮ জানুয়ারি ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকার ১০৭টিসহ দেশের ১৬২টি কেন্দ্রে এবার দুই লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
বিডি-প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ