চারটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। এছাড়া ঢাকা-চট্টগ্রাম চলাচলকারী আন্তঃনগর ট্রেন মহানগর প্রভাতীর নাম বদলে মহানগর এক্সপ্রেস করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী মহানগর এক্সপ্রেস সকাল ৭টার পরিবর্তে চট্টগ্রাম থেকে বেলা সাড়ে ১২টায় ছাড়বে। একই ট্রেন ঢাকা থেকে ছাড়বে রাত ৯টায়।
এছাড়া সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ৬টা ৪০ মিনিটের পরিবর্তে সকাল ৭টায় ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। তবে ঢাকা থেকে এই ট্রেনের ছাড়ার সময় অপরিবর্তিত রাখা হয়েছে।
চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৪০ মিনিটের পরিবর্তে সোয়া ৮টায় ঢাকার উদ্দেশ্যে ছাড়বে।
সিলেটমুখী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সকাল সোয়া ৮টার পরিবর্তে ছাড়বে সকাল পৌনে ৯টায়।
আগামী ৭ জানুয়ারি থেকে নতুন সূচিতে এই চারটি ট্রেন চলবে বলে রেলওয়ে জনসংযোগ বিভাগ থেকে জানা গেছে।
বিডি-প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ