আজ ভোর রাত ৫টা ৫ মিনিটে ৬.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপেছে পুরো দেশ। এ ঘটনায় রাজধানীসহ দেশবাসী আতঙ্কিত হয়ে উঠে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস'র তথ্য অনুযায়ী, মিয়ানমার-ভারত সীমান্ত অঞ্চলে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৭। তবে রয়টার্সের খবরে তা ৬.৮ বলে জানানো হয়েছে। প্রায় এক মিনিট স্থায়ী এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের মনিপুর রাজ্যের তামেনগ্লং। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। খবর টাইমস অব ইন্ডিয়া ও রয়টার্সের
শক্তিশালী এ ভূমিকম্পে এখন পর্যন্ত দেশের কোথাও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে বিভিন্ন স্থানে ভবনে ফাঁটল ও আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভারতের কোথাও এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে, রাজধানীর কদমতলীর জনতাবাগে ৬তলা ভবন হেলে পড়েছে, ভবনটির বাড়ির মালিক সাফায়েতউল্লাহ পাটওয়ারী, স্থানীয় প্রশাসন কদমতলী থানা ভবনটির লোকজনদের নিরাপদে সরিয়ে সিলগালা করে দিয়েছে। এবিষয়ে কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, প্রাথমিক ভবনটি হেলে পড়েছে বুঝা যাচ্ছে। পুলিশ ও ফায়ার সভিস এর কর্মকতা ইতোমধ্যে উপস্থিত হয়েছেন। এবিষয়ে এলাকাবাসীর মধ্যে আতংক কাজ করছে
অন্যদিকে, ভারতে এ ভূমিকম্প বিহার, আসাম, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গসহ দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় বিভিন্ন অংশে অনুভূত হয়েছে।
বিডি-প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৬/শরীফ