টাঙ্গাইল সদর উপজেলার মাগুড়াটায় র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক ডাকাত নিহত হয়েছেন। ডাকাতদের ককটেলের আঘাতে দুইজন র্যাব সদস্য আহত হয়। এসময় ডাকাত দলের অন্য ১০ সদস্যকে আটক করেছে র্যাব।
নিহত ডাকাত মোস্তফা (৩৫) মধুপুর উপজেলার সুলাকুড়ি ইউনিয়নের তফিল উদ্দিনের ছেলে।
টাঙ্গাইলের র্যাব কামান্ডার মো. মহিউদ্দিন ফারুকী জানান, টাঙ্গাইল শহরতলীর মাগুড়াটার অর্জুন মিয়ার বাড়িতে রবিবার দিবাগত রাত রাত সাড়ে ৩টার দিকে এক দল দুর্বৃত্ত ডাকাতির উদ্দেশ্যে হামলা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে এ সংবাদ জানার পর র্যাব ওই বাড়িটি ঘিরে ফেলে। ডাকাত দল র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাবের ওপর ককটেল নিক্ষেপ করে। এতে দুইজন র্যাব সদস্য আহত হয়। পরে র্যাব পাল্টা গুলি চালালে এক ডাকাত নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে ডাকাতদলের অন্য ১০ সদস্যকে আটক ও তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ককটেল ও স্বর্ণালংকার উদ্ধার করে র্যাব।
বিডি-প্রতিদিন/ ০৪ জানুয়ারি, ২০১৬/ রশিদা