সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানার বিধান রেখে 'পাট আইন-২০১৬'র খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিরার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ১৯৬২ সালের অর্ডিন্যান্সকে আইনে পরিণত করা হলো। এতদিন জরিমানার বিধান ছিল না। নতুন আইনে সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা ও তিন বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৬/শরীফ