একুশে আগস্ট গ্রেনেড মামলায় আজ সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
সাক্ষ্য দেওয়ার সময় তিনি বলেন, বিরোধী দলের একজন নেতাকে যেভাবে নিরাপত্তা দেওয়া হয়, একুশে আগস্ট গ্রেনেড হামলার দিন আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনাকে সেভাবে নিরাপত্তা দেওয়া হয়নি। সেদিন সমাবেশ লক্ষ্য করে ১২টি গ্রেনেড ছোড়া হয়েছিল বলেও তিনি জানান।
মহীউদ্দীন খান আলমগীর আরো বলেন, ঘটনাস্থল থেকে সেদিন তিনটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছিল। কিন্তু তা কোনোরকম পরীক্ষা ছাড়াই ধ্বংস করে ফেলা হয়। শেখ হাসিনার দেহরক্ষী মেজর শোয়েব ঘটনায় ব্যবহৃত গ্রেনেড সম্পর্কে তাঁকে জানান। তিনি বলেছিলেন, এ ধরনের গ্রেনেড সাধারণত সেনাবাহিনী ব্যবহার করে। আর চট্টগ্রামে আটক ১০ ট্রাক অস্ত্র ও গ্রেনেডের সঙ্গে একুশে আগস্টে আওয়ামী লীগের সমাবেশে ছোড়া গ্রেনেডের মিল রয়েছে।
আদালত তাঁর আংশিক সাক্ষ্য গ্রহণ করে ১৮ জানুয়ারি পরবর্তী সাক্ষ্য নেওয়ার তারিখ ধার্য করেন।
বিডি-প্রতিদিন/ ০৪ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন