মানবতাবিরোধী অপরাধের ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের চূড়ান্ত রায় আগামীকাল ঘোষণা করা হবে।
বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। অপর চার বিচারপতি হলেন- নাজমুন আরা সুলতানা, সৈয়দ মাহমুদ হোসেন ও হাসান ফয়েজ সিদ্দিকী।
এর আগে, গত ৮ ডিসেম্বর উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে মতিউর রহমানের আপিলের চূড়ান্ত রায় ঘোষণার জন্য ৬ জানুয়ারি ধার্য করা হয়।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে ফাঁসির দণ্ড দেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায়ের বিরুদ্ধে একই বছরের ২৩ নভেম্বর সুপ্রিম কোর্টে আপিল করেন তিনি। ৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চান নিজামী। মোট ১৬৮টি কারণ দেখিয়ে এ আপিল করা হয়।
বিডি-প্রতিদিন/০৫ জানুয়ারি, ২০১৬/মাহবুব