সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়ে খালেদা জিয়ার উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ''আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আসুন শান্তিপূর্ণ রাজনীতি এগিয়ে নিয়ে যাই।''
মঙ্গলবার দশম জাতীয় নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির দিনে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপযাপন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনপ্রাশাসনমন্ত্রী আরও বলেন, ''দেশে নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে। ওই নির্বাচনে একটি জীবনও হত্যার প্রয়োজন হবে না।’
২০১৫ সালের ৫ জানুয়ারিকে কেন্দ্র করে খালেদা জিয়ার ডাকা হরতাল-অবরোধের সমালোচনা করে সৈয়দ আশরাফ বলেন, ‘কিসের জন্য এই আন্দোলন? ৬৫ জনকে হত্যা করলেন, দেড় হাজার মানুষকে আহত করলেন। অর্থনীতির ক্ষতি হলো ১৭ হাজার ১৫০ কোটি টাকার। গাড়ি পোড়ালেন ৭০০। পরীক্ষা বন্ধ করলেন। কিসের জন্য? গণতন্ত্রের জন্য? গণতন্ত্রের জন্য মানুষ হত্যা করতে হয় না। ৭০০ গাড়ি পোড়াতে হয় না। আসলে তিনি দেশটা অকার্যকর করতে চেয়েছিলেন।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীসহ মহানগর আওয়ামী লীগের নেতারা।
বিডি-প্রতিদিন/০৫ জানুয়ারি, ২০১৬/মাহবুব