টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নেওয়া নূর ইসলাম (৭২) নামে আরেক মুসল্লির মৃত্যু হয়েছে। তার বাড়ি ঢাকার কামরাঙ্গীরচর এলাকায়।
বৃহস্পতিবার (০৭ জানুযারি) দিবাগত রাতে তার মৃত্যু হয়।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে নূর ইসলাম বুকে ব্যাথা অনুভব করেন। পরে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
এদিকে বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নিতে আসা মুসল্লিদের মধ্যে এখন পর্যন্ত মোট দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন বুকে ব্যথা অনুভব করে এবং অন্যজন সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ