৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার (০৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে সাড়ে ১১টায় শেষ হয়েছে। এবার সোয়া দুই লাখ চাকরিপ্রার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা।
তবে তথ্যবিভ্রাটের কারণে আবেদনকারীদের মধ্যে ১৫ জনের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগীয় শহরে ১৬২টি কেন্দ্রে অনুষ্টিত হয়। এর মধ্যে ঢাকায় কেন্দ্রের সংখ্যা ১০৭টি ও ঢাকার বাইরে ৫৫ টি।
পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।
বিভিন্ন ক্যাডারে ২১৮০ জনকে নিয়োগের কথা বলে গত বছরের ৩১মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ