জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ জিয়ারত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (৮ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গীপাড়া পৌঁছেছেন।
বেলা ১১টা ২৫ মিটিনে তিনি টুঙ্গীপাড়ায় পৌঁছান। এরপর টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেওয়ার কথা তার।
দুপুর আড়াইটা পর্যন্ত বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে নিজ বাসভবনে অবস্থান করবেন তিনি। সেখান মিলাদ মাহফিল, যোহরের নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে বিকেল ৩টায় টুঙ্গীপাড়া হ্যালিপ্যাড থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ