প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জ্বালাও-পোড়াও করেছে বলে পৌরসভা নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দেয়নি।
তিনি আজ শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় এক অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখলে যে দেশের উন্নয়ন হয়, সরকার তার প্রমাণ রেখেছে। তিনি বলেন, ‘সোনার মাটি আমাদের। আমাদের উন্নয়ন হবেই।’
এরআগে বেলা সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন। সেখানে বিশেষ মোনাজাতে অংশ নেন। প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় শেখ রাসেল পৌরপার্ক উদ্বোধন করেন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর ছোট বোন শেখ রেহানা, চাচা শেখ কবির হোসেন, চাচাতো ভাই শেখ সালাহউদ্দিন জুয়েল, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরামউদ্দিন আহমেদ, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) ফারুক খান, ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৮ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন