একটি বিচারহীনতা অন্য একটি অপরাধের সাহস যোগায়। বিচারহীনতার সংস্কৃতি রোধ করতে আইনের শাসনকে শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
তিনি আজ শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি অভিষেক ও বিশেষ সম্মেলন-২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক সালিশ প্রশংসনীয়। কিন্তু মনে রাখতে হবে, সব অপরাধ আপসযোগ্য নয়। বিচারের কণ্ঠরোধ করা মানে অবিচারকে অব্যাহতভাবে লালন করা।
তিনি বলেন, অপরাধের কোনো বর্ণ, গোত্র নেই। এদেশে এক সময় বিচারহীনতার রেওয়াজ ছিল, যার জন্য এদেশকে অনেক মূল্য দিতে হয়েছে। আজ বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, আমরা দৃষ্টান্ত রাখতে সক্ষম হয়েছি।
যেকোনো উন্নয়ন ও উন্নয়নের গতিশীলতা, সংস্কৃতির আবহ, কৃষ্টি লালনের জন্য আইনের শাসন ও শৃঙ্খলা থাকার কথা বলেন প্রধান বিচারপতি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি ও সংসদ সদস্য আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৮ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন