টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর উপর ঘনকুয়াশার কারণে গরুভর্তি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় সেতুর উপর এক লেনে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
ফায়ার সার্ভিস ও পুলিশ দুর্ঘটনা কবলিত যান উদ্ধারে কাজ করছে। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এস আই আব্দুর রাজ্জাক জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর উপর পুর্ব পাড়ে একটি গরু ভর্তি ট্রাকের সঙ্গে অপর একটি ট্রাকের ধাক্কা লাগে। এ সময় ঘন কুয়াশার কারণে পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনা কবলিত ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। পরে পরপর কয়েকটি চলন্ত ট্রাকও দুর্ঘটনা কবলিত যানবাহনগুলোর সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের এর যাত্রীসহ ৪জন নিহত ও ১০ জন আহত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দুর্ঘটনা কবলিত আহত ও নিহতদের উদ্ধার কাজে অংশগ্রহণ করে। দুর্ঘটনার কারণে সেতুর একলেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অপর লেনে চলাচল করছে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ/ রশিদা