ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন জানান, শুক্রবার মধ্য রাত থেকে নদীতে কুয়াশা পড়ছিল। রাত ৩টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে সকালে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।
দীর্ঘ সময় পর ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় উভয় ঘাটে আটকে থাকা শতশত যানবাহন গন্তব্যের দিকে রওনা হয়।
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ