যানবাহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত ও যৌন হয়রানি বন্ধে ১৫ সদস্যর একটি ‘মনিটরিং কমিটি’ করছে সরকার।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানের নেতৃত্বে ১৫ সদস্যর একটি কমিটি এই পর্যবেক্ষণ চালাবে।
ওবায়দুল কাদের বলেন, যানবাহনে নারী যাত্রীদের নিরাপত্তা নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। যৌন হয়রানির কথা এসেছে। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানের নেতৃত্বে ১৫ সদস্যর একটি কমিটি বিভিন্ন যানবাহনে নারীর নিরাপত্তার বিষয়টা মনিটর করবে।
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনসহ সড়ক পরিবহন খাতের প্রতিনিধিরা এ সভায় উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৫/মাহবুব