বাংলা সাহিত্যের অন্যতম কবি রফিক আজাদ মস্তিকে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। অধ্যাপক ডা. হারিসুল হকের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন আছেন।
অধ্যাপক হারিসুল হক জানান, গতরাতে কবি রফিক আজাদ তার বাসায় চেয়ার বসা অবস্থাতেই হঠাৎ পড়ে যান। তাকে সঙ্গে সঙ্গে বারডেম হাসপাতালে নেয়া হয়। বারডেমে শয্যা না পাওয়ায় তাকে দ্রুত আনোয়ার খান মর্ডান হাসপাতালে নেয়া হয়। তাকে সেখানকার আইসিইউতে রাখা হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল বলে তিনি জানান।
কবি রফিক আজাদ দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস, কিডনি ও ফুসফুস জটিলতায় ভুগছেন।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৬/শরীফ