অচিরেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন বলে জানালেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেছেন, ''মন্ত্রিসভায় জাপার তিন মন্ত্রী থাকায় জনগণ আমাদের বিরোধী দল ভাবছে না। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করব।''
রবিবার রাত ৮টায় রংপুরে জাতীয় পার্টি কার্যালয়ে কর্মী সমাবেশ ও সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
এর আগে তিনি তার ছোটভাই প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জিএম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের দায়িত্ব দেন।
কর্মী সমাবেশ ও সংবাদ সম্মেলনে এইচ এম এরশাদ বলেন, আমার অবর্তমানে দলের হাল ধরবেন জিএম কাদের। আগামী এপ্রিলে জাতীয় পার্টির দ্বিবার্ষিক কাউন্সিল হবে। সেখানে আহ্বায়কের দায়িত্ব পালন করবেন জিএম কাদের এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন রুহুল আমিন হাওলাদার।
এরশাদ আরও বলেন, মন্ত্রিসভায় আমাদের তিন মন্ত্রী থাকায় জনগণ আমাদের বিরোধী দল ভাবছে না। আমাদের প্রতি জনগণের আস্থা কমে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকেও সম্মানিত করেছেন। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে অচিরেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করব।
পদত্যাগের পর আবার মুক্ত রাজনীতি করে জনগণের আস্থা অর্জন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এরশাদ।
৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেন, বাধ্য হয়ে নির্বাচনে গিয়েছি। আমার কথামত অনেকেই নির্বাচনে অংশ নেননি। আমার ছোট ভাই জিএম কাদের আমার কথায় নির্বাচনে অংশ নেয়নি এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। নির্বাচনে অংশ নিলে আজ মন্ত্রী হতে পারত।
কর্মী সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জাপা প্রেসেডিয়াম সদস্য জিএম কাদের, জেলা জাপার আহ্বায়ক মোফাজ্জাল হোসেন মাস্টার, সদস্য সচিব আশিফ শাহরিয়ার, মহানগর জাপার সদস্য সচিব মোস্তাফিজার রহমান মোস্তফা প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৬/এস আহমেদ