স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, বাংলাদেশের কারাগারে বন্দী ভারতের শীর্ষ সন্ত্রাসী দাউদ মার্চেন্টকে ফিরিয়ে দেয়া হবে। কারণ, তার সাজার মেয়াদ শেষ হয়েছে।
তিনি আজ সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের একথা জানান।
ভারতের কারাগারে বন্দি বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের বদলে দাউদকে ফেরত দেয়া হচ্ছে- এমন গুঞ্জনের মধ্যেই মন্ত্রীর এই বক্তব্য এলো।
অবশ্য দাউদের বদলে বাংলাদেশ কাউকে ফেরত পাচ্ছে কি না- সে প্রসঙ্গটি এড়িয়ে গেছেন মন্ত্রী।
দাউদ মার্চেন্ট দুবাইয়ে থাকা ভারতীয় ‘মাফিয়া ডন’ দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত। অবৈধভাবে বাংলাদেশে ঢুকে ধরা পড়ার পর গত সাত বছর ধরে তিনি বাংলাদেশে।
বিডি-প্রতিদিন/ ১৮ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন