বিশ্ববিদ্যালয় শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী। সোমবার সন্ধ্যায় গণভবনে এ বৈঠক শুরু হয়েছে।
জানা গেছে, মোট পাঁচ জন শিক্ষক নেতা বৈঠকে উপস্থিত রয়েছেন। এদের মধ্যে শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ড. ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব এএসএম মাকসুদ কামালসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কয়েকজন নেতা রয়েছেন।
গণভবনে আজকের পিঠা উৎসব উপলক্ষে গত রবিবার শিক্ষকদের নিমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ধারণা করা হয়েছিল শিক্ষকদের কথা শুনতে চান প্রধানমন্ত্রী। তবে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা ছিল না। আজকের অনুষ্ঠানে শিক্ষক নেতারা যোগ দিলে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর তাৎক্ষণিকভাবেই তাদের কথা শুনতে রাজি হন প্রধানমন্ত্রী। তার পরিপ্রেক্ষিতে এ বৈঠক শুরু হয়।
বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ