শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। এদিন পিঠা উৎসবে যোগ দেওয়ার জন্য শিক্ষকদের নিমন্ত্রন করেছিলেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে শিক্ষক নেতা মাকসুদ কামাল বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন। আশ্বাস দিতেই তিনি আমাদের ডেকেছিলেন। তার বক্তব্যের বিষয়ে আমরা মঙ্গলবার (১৯ জানুয়ারি) সভা ডেকে বিস্তারিত জানাবো।
শিক্ষকদের দাবি, অষ্টম বেতন কাঠামোতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করায় শিক্ষকদের উচ্চতর স্কেলে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি অধ্যাপকদের পদ 'অবনমন' হয়েছে। মর্যাদা ও বেতন প্রশ্নে বিভিন্ন পর্যায়ে আন্দোলনের পর গত ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালন করে আসছেন দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ