জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আজ বুধবার। এটি দশম সংসদের নবম এবং চলতি বছরের প্রথম অধিবেশন। জাতীয় সংসদ ভবনে বিকাল সাড়ে ৪টায় অধিবশেন শুরু হবে। ইংরেজি বছরের প্রথম অধিবেশন হওয়ায় প্রথা অনুযায়ী আজ উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি আবদুল হামিদ ভাষণ দেবেন।
এর আগে কতদিন এই অধিবেশন চলবে— তা নির্ধারণ করতে বৈঠকে বসবে সংসদের কার্যউপদেষ্টা কমিটি। সংসদ ভবনে বিকাল সাড়ে ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, চলতি অধিবেশনে নতুন আইন প্রণয়নের ২৬টি বিল উত্থাপিত ও পাস হতে পারে। সংসদের আইন শাখায় এর মধ্যে ১৪টি নতুন বিল জমা পড়েছে। গত অধিবেশনে উত্থাপিত ১২টি বিল পরীক্ষা-নিরীক্ষার পর পাস হওয়ার জন্য উত্থাপিত হবে। রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে সংসদ ভবনে রাষ্ট্রপতির দফতরকে প্রস্তুত করা হয়েছে। সংসদ ভবন এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/২০ জানুয়ারি, ২০১৬/মাহবুব