বিশ্বে সবচেয়ে বেশি মৃত সন্তান প্রসব হয় ভারতে, এরপর রয়েছে নাইজেরিয়া, পাকিস্তান, চীন, ইথিওপিয়া, ডি আর কঙ্গো। এ তালিকায় বাংলাদেশের অবস্থান সপ্তম। বাংলাদেশে গত বছর ৮৩,০০০ মৃত সন্তান প্রসব হয়েছিল।
মঙ্গলবার প্রভাবশালী চিকিৎসা ও স্বাস্থ্য সাময়িকী দ্য ল্যানসেট ‘মৃত সন্তান প্রসব’ নিয়ে এই প্রতিবেদন প্রকাশ করে। প্রসবের পর যে শিশু শ্বাস নেয় না, তাদেরকে মৃত সন্তান বলা হচ্ছে প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এমডিজি) ‘মৃত সন্তান প্রসব’ সম্পর্কে কোনো লক্ষ্যমাত্রা ছিল না। সে কারণে মা ও শিশুমৃত্যুর হার কমানো গেলেও মৃত সন্তান প্রসবের হার কমানো সম্ভব হয়নি।
প্রতিবেদনটি তৈরিতে পরিসংখ্যান সংগ্রহ করেছে দেশগুলোর সরকারের কাছ থেকে। তার ভিত্তিতে বলা হচ্ছে, ৯৮ শতাংশ মৃত সন্তান প্রসব হচ্ছে নিম্ন ও মধ্যম আয়ের দেশে।
বিডি-প্রতিদিন/ ২০ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন