প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিপার সিলেট যাবেন। তার এ সফরকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ এবং সাধারণের মধ্যে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য।
পাহাড়, ঝরনা, নদী, হাওর, চা-বাগান বেষ্টিত সিলেটের চারদিকে উৎসবের আমেজ। শীতের আড়ষ্টতা ভেঙে দলীয় নেতা-কর্মীরা উষ্ণতা ছড়াচ্ছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের অনেকগুলো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও অনেকগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এদিকে প্রধানমন্ত্রীর সফর সফল করতে সিলেট বিভাগ জুড়ে সরকারি, বেসরকারি ও দলীয় নানা আয়োজন সম্পন্ন হয়েছে। নগরী তোরণে তোরণে ঢাকা পড়ছে।
প্রধানমন্ত্রী সিলেট জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা ছাড়াও ২২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিস্থাপন ও উদ্বোধন এবং একটি কলেজের হীরকজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।
সকাল ১১টায় তিনি সিলেটে পৌঁছে প্রথমে হযরত শাহজালাল ও হযরত শাহ পরান (রহ.) মাজার জিয়ারত করবেন।
বিডি-প্রতিদিন/ ২১ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন