প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষাকে আমাদের সরকার খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি। সেজন্য বাজেটে শিক্ষা খাতে বেশি বরাদ্দ থাকে এবং অর্থের কোনো অভাব হয় না।
বৃহস্পতিবার দুপুরে সিলেট মদন মোহন কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সরকারে পদক্ষেপের কারণে এখন সাক্ষরতার হার ৭১ শতাংশ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ হার শতভাগ করবো। কারণ, শিক্ষা ছাড়া একটি জাতির উন্নয়ন সম্ভব নয়।
বিডি-প্রতিদিন/ ২১ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন