বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে ঐক্যবদ্ধ করে দেশের গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই অবৈধ সরকারের কাছে দেশের মানুষ জিম্মি হয়ে পড়েছে। এই সরকার ক্ষমতায় থাকলে কখনো সুষ্ঠ নির্বাচন সম্ভব না।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে বিএনপির নব-নির্বাচিত মেয়রকে সংবধর্না অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ঠাকুরগাঁওয়ে স্থগিত কেন্দ্রে নির্বাচনের মত যদি সারা দেশে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির ২০০টির বেশি পৌরসভায় মেয়র নির্বাচিত হতো। কিন্তু দেশের মানুষ পৌরসভা নির্বাচনে ভোট চুরির ঘটনা দেখেছে। আর এই ভোট চুরির জন্য নির্বাচন কমিশনই সহয়োগিতা করেছে বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি প্রধান বিচারপতির বক্তব্য অনুযায়ী সরকারের বৈধতা নেই। অবৈধ সরকার অনৈতিকভাবে ক্ষমতায় থাকার জন্য দুর্নীতিকে বৈধতা দিচ্ছে। এ নিয়ে সরকারের মধ্যেই কোন্দল শুরু হয়েছে।
ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, সারাদেশে আন্দোলন হলেও আমরা সফল হতে পারছি না। মতভেদ ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। জেলার যে নেতাকর্মীরা মামলার শিকার হয়েছেন, তাদের তালিকা প্রস্তুত করতে হবে। সবার তালিকা মানুষকে জানাতে হবে। এখন আমাদের দলের ৬ হাজার নেতাকর্মী কারাগারে রয়েছেন।
দেশে আইনের শাসন নেই অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমাদের নেত্রী সংলাপের আহ্বান জানিয়েছেন, কিন্তু তারা আলোচনা করতে চায় না। তারা জানে সংলাপের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হলে তারা জয়লাভ করতে পারবে না।
তিনি বলেন, জিয়াউর রহমানের জানাজায় লক্ষ লক্ষ লোক উপস্থিত হয়েছিল। তার কবরে হাত দিতে গেলে লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদে ফেটে পড়বে। কাউকে দাওয়াত দেয়া লাগবে না। সরকারের উচিত বুঝে শুনে কবরে হাত দেয়া।
পত্রিকায় নিউজ যা-ই হোক তারেক রহমান ভবিষ্যতে নেতৃত্ব দিবেন আমরা এটা বিশ্বাস করি। আমরা ধানের শীষের সমর্থক। শহীদ জিয়ার সৈনিক।
এ সময় আরও বক্তব্য রাখেন নব-নির্বাচিত মেয়র মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/২১ জানুয়ারি, ২০১৬/মাহবুব