জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে বাদ পড়াকে ‘ষড়যন্ত্র’ হিসেবে অভিহিত করে জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, ‘ষড়যন্ত্র হচ্ছে। দ্বিধাদ্বন্দ্ব চলছে। কোন ষড়যন্ত্র সফল হবেনা। সহসাই সেই ষড়যন্ত্র কেটে যাবে।’
তিনি আজ শুক্রবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন।
বাবলু বলেন, এরশাদ, রওশন এরশাদসহ আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। জাতীয় পার্টি আগামী দিনে নিয়ামক শক্তি হিসেবে আর্বিভূত হবে।
উল্লেখ্য, গত রবিবার রংপুর এক কর্মীসভায় ছোট ভাই জি এম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান ঘোষণা দেন। একই সঙ্গে কাউন্সিলের জন্য জি এম কাদেরকে আহ্বায়ক ও সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করেন। পরে মঙ্গলবার দুপুরে রংপুর থেকে ফিরে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে সরিয়ে এ বি এম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব নিযুক্ত করেন।
বিডি-প্রতিদিন/ ২২ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন