বিশিষ্ট সাংবাদিক অলতাফ মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দেশ একজন একনিষ্ঠ সংবাদকর্মীকে হারাল। রবিবার এক শোকবার্তায় তিনি একথা বলেন।
বার্তায় রাষ্ট্রপতি প্রয়াত সাংবাদিক ইউনিয়ন নেতার আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে, রবিবার সকাল পৌনে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলতাফ মাহমুদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
দৈনিক ডেস্টিনির নির্বাহী সম্পাদক আলতাফ মাহমুদ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ছিলেন।
বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি, ২০১৬/মাহবুব