পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে নারীদের অংশগ্রহণের দিক থেকে এশিয়ার শীর্ষে বাংলাদেশ। শুধু তাই নয়, এই ক্যাটাগরিতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, কানাডা ও রাশিয়ার মতো উন্নত দেশকেও পেছনে ফেলেছে বাংলাদেশ।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আন্তর্জাতিক নারী দিবস ২০১৬ উপলক্ষে ‘রিং দি বেল ফর জেন্ডার একুয়ালিরি’ নামক শীর্ষক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, বাংলাদেশে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের ১৭ শতাংশ সদস্যই নারী। যেখানে যুক্তরাজ্যে ১৫.৬ এবং যুক্তরাষ্ট্রে ১২.২ শতাংশ।
অপরদিকে, এশিয়ার প্রভাবশালী দেশগুলোর মধ্যে ভারতে কোম্পানির পরিচালনা পর্ষদে নারী সদস্যের হার মাত্র ৭.৭ শতাংশ, জাপানে মাত্র ২.৪ শতাংশ, চীনে ১০.৭ শতাংশ, হংকংয়ে ৮.৪ শতাংশ। এছাড়া সিঙ্গাপুরে ৯ শতাংশ, ফিলিপাইনে ৭.৪ শতাংশ, অস্ট্রেলিয়াতে ১৫.১ শতাংশ, থাইল্যান্ডে ৯.৭ শতাংশ।
কোম্পানির পরিচালনা পর্ষদে নারীদের অংশগ্রহণ বাংলাদেশের থেকে বেশি এমন দেশের তালিকায় আছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস ও সুইডেন। এর মধ্যে সবচেয়ে বেশি ডেনমার্কে ২১.৮ শতাংশ। এরপর যথাক্রমে ফিনল্যান্ডে ২২.১ শতাংশ, ফ্রান্সে ২৯.৯ শতাংশ, জার্মানিতে ১৮.৩ শতাংশ, ইতালিতে ২২.৩ শতাংশ, নরওয়েতে ৩৬.৭ শতাংশ, দক্ষিণ আফ্রিকাতে সাড়ে ১৭ শতাংশ, নেদারল্যান্ডসে ১৭.৩ শতাংশ এবং সুইডেনে ২৪.৪ শতাংশ পরিচালনা পর্ষদ সদস্য নারী।
বিডি-প্রতিদিন/০৮ মার্চ, ২০১৬/মাহবুব