দেশজুড়ে ডাকা নৌযান ধর্মঘটের আজ দ্বিতীয় দিন চলছে। সর্বনিম্ন মজুরি ১১ হাজার টাকা নির্ধারণ ও গ্রহণযোগ্য পে-স্কেল ঘোষণাসহ সাতদফা দাবিতে এ ধর্মঘট পালন করছে বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন।
অাজ শুক্রবার সকাল থেকে সংগঠনটির ব্যানারে এ ধর্মঘট শুরু হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার থেকে নৌপথে লাগাতার কর্মবিরতি শুরু করেন নৌযানে কর্মরত শ্রমিক-কর্মচারীরা।
এদিকে, আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এম ভি ফারহান-১ চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। এর আগে বরিশালের উদ্দেশে গ্রিন লাইন -৩ ছেড়ে গেছে বলে জানান বিআইডব্লিউটিএ'র ঘাট পরিদর্শক মো. মাহফুজ।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল ২০১৬/শরীফ