লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এইচ ই মি. লিয়োনপো দামঘো দর্জি দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন।
শুক্রবার বেলা ১২টায় বুড়িমারী স্থলবন্দর জিরোপয়েন্টে পৌঁছালে লিয়োনপোকে ফুলের তোরা দিয়ে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক আনোয়ার হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভুটান হাইকমিশনের কাউন্সিলর ইয়নপেন গেইমথো, ভুটান পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা জিগমে পেনঝিন, লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহাদত হোসেন, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলম, বুড়িমারী স্থলবন্দর কমিশনার হুমায়ুন হাফিজ, বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ আমিনুল ইসলাম ও ভারতের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন ইনচার্জ বাঁধন কুমারসহ বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা।
লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, ‘ভুটানের পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন। তিনি বেসরকারি মেডিকেল কলেজ রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর রোকেয়া বিশ্বাবিদ্যালয়, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দ ও রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে ২২ ও ২৩ তারিখ বৈঠক করবেন। এরপর ২৪ তারিখ বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভুটানে ফেরার পথে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ, কাস্টমস, ইমিগ্রেশন কর্মকর্তা ও স্থানীয় সিএন্ডএফ এজেন্ট, আমদানি-রফতানিকারক ব্যবসায়ীদের সাথে এক বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল, ২০১৬/মাহবুব