ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। রবিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের সবাই প্রাইভেট কারের যাত্রী। তারা হলেন: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নলচর গ্রামের আবদুল লতিফের ছেলে সাইফুল ইসলাম (২৬) ও একই উপজেলার গাজীপাড়া গ্রামের মো. আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন (২৮)।
ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, চট্টগ্রামগামী মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। আহত দুইজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৪ এপ্রিল, ২০১৬/ রশিদা