প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকাল ১১টায় আগারগাঁওয়ে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে পাসপোর্ট সেবা সপ্তাহ, ২০১৬ উদ্বোধন করেন। এ সময় তিনি ঢাকা বিভাগীয় ও ৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
অধিদফতরের মহাপরিচালক ব্রি. জে. মাসুদ রেজওয়ান বলেন, পাসপোর্ট অধিদফতর সাধারণ মানুষের জন্য সব প্রকার সহযোগিতা করা হলেও কিছু দালালের কারণে আমাদের অর্জন ম্লান করছে। তাই আগামীতে একসেস টু ইনফরমেশন (এটুআই) এক্সেসের মাধ্যমে ফর্ম পূরণ ও জমার ব্যবস্থা করা হবে। এছাড়াও অধিদফতরের নারী কর্মকর্তাদের নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য ২ দুটি বাস প্রদানের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ২৪ এপ্রিল, ২০১৬/ রশিদা