জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে উদ্দেশ্য করে সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টি কোনো কোম্পানি নয় যে, কারো একক সিদ্ধান্তে দল চলবে। তাই দলের কাউন্সিলের তারিখ, দলের কো-চেয়ারম্যান ও মহাসচিব নিয়োগসহ আগের নেওয়া সব সিদ্ধান্ত প্রত্যাহার করে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আহবান জানিয়েছেন তিনি।
জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে রবিবার আয়োজিত সংবাদ সম্মেলন থেকে তিনি এ আহ্বান জানান। এ সময় জাপার প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মহাসচিব জিয়াউদ্দীন আহমেদ বাবলু, মশিউর রহমান রাঙা, তাজুল ইসলাম চৌধুরী ও আবু হোসেন বাবলা প্রমুখ উপস্থিত ছিলেন।
তিন দফা পিছিয়ে আগামী ১৪ মে জাতীয় পার্টির (জাপা) ৮ম জাতীয় ত্রি-বার্ষিক কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠনের জন্য তারিখ ঘোষণা করেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। কিন্তু কাউন্সিল অধিবেশনের তারিখ দলীয় গঠনতন্ত্রের আলোকে সবার সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হয়নি দাবি করে পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ বলেন, বেশিরভাগ সিদ্ধান্তই এখন চেয়ারম্যান একক সিদ্ধান্তের আলোকে নিচ্ছেন। তাই আমরা সংসদীয় কমিটি আহ্বান জানিয়েছি, দলে গণতন্ত্র চর্চা সমুন্নত রাখতে সবার সঙ্গে আলোচনা ও পরামর্শ করে কাউন্সিলের তারিখ পুন:নির্ধারণ করা হোক।
এ বিষয়ে পার্টি চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। এসময় বিরোধী দলীয় নেতা ও এরশাদের সহধর্মিনী রওশন এরশাদ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগে নিজের দলে (জাতীয় পার্টি) গণতন্ত্র চর্চার আহ্বান জানান। তিনি বলেন, ঊনচল্লিশ ধারা গণতন্ত্রের পরিপন্থী। এধারা পরিবর্তন করতে হবে। পার্টিতেই যদি গণতন্ত্র না থাকে তাহলে বাইরে গণতন্ত্রের কথা বলে লাভ কি? জাতীয় পার্টি কারও একার সম্পত্তি নয় উল্লেখ করে তিনি বলেন, সবার সঙ্গে আলোচনা করে দল চালাতে হবে।
বিরোধী দলীয় নেতা আরও বলেন, আমরা সুনির্দিষ্ট রাজনৈতিক পরিকল্পনা নিতে ব্যর্থ হওয়ায় এখনও কোনো লক্ষে পৌঁছতে পারিনি। প্রত্যেক সংসদ নির্বাচনের আগে আমাদের দলে ভাঙন সৃষ্টি হয়েছে। এজন্য অপ্রত্যাশিতভাবে প্রত্যেক নির্বাচনে আমরা ভালো করতে পারছি না। অথচ আমরা এক সময় শাসন করেছি। দেশের অনেকে উন্নয়ন আমাদের হাত দিয়েই শুরু হয়েছে। কিন্তু এখন আমরা দুর্বল হয়ে পড়েছি। বারবার ভুল সিদ্ধান্তের কারণেই দলের এই অবস্থা বলেও তিনি মন্তব্য করেন।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৬/মাহবুব