ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে 'বন্ধুকযুদ্ধে' এক ডাকাত (৩৫) নিহত এবং চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
সোমবার দিনগত রাত ২টার দিকে সদর উপজেলার সুহিলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জানান, রাত দুইটার দিকে ডাকাতির প্রস্তুতিকালে খবর পেয়ে সদর থানা পুলিশের একটি টহল দল ওই এলাকায় যায়। এসময় ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে এক ডাকাত সদস্য নিহত হন।
এসময় চার পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন