যুক্তরাষ্ট্রের বৈদেশিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কর্মসূচি কর্মকর্তা জুলহাজ মান্নান এবং নাট্যকর্মী সামির মাহবুব তনয়ের হত্যার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা আনসার আল ইসলামের বাংলাদেশ শাখা। আজ মঙ্গলবার আনসার আল ইসলামের নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এই দায় স্বীকারের বার্তা প্রচার করা হয়।
সোমবার (২৫ এপ্রিল) বিকালে রাজধানীর উত্তর ধানমন্ডির কলাবাগানের তেঁতুলগলি এলাকার ৩৫ নম্বর বাসায় খুন হন সমকামীদের অধিকার নিয়ে সোচ্চার কর্মী জুলহাজ মান্নান (৩৫)। একই সঙ্গে খুন হন তনয় মজুমদার (৩৩)। ‘আছিয়া নিবাস’ নামে ওই ভবনের দোতলার একটি ফ্ল্যাটে জুলহাজ মাকে নিয়ে থাকতেন। তার মা ছখিনা বেগম শেরেবাংলা সরকারি গার্লস স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা। ঘটনার সময় তিনি এবং গৃহকর্মী রেশমা আক্তার (১০) বাসায় ঘুমিয়ে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, টি-শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত হামলাকারী যুবকরা খুনের পর ‘আল্লাহু আকবার’ বলতে বলতে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়ে পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল, ২০১৬/ রশিদা