মালিকপক্ষ না মানলেও মন্ত্রীর আশ্বাসে অবশেষে নৌযান শ্রমিকদের ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছে বাংলাদেশ নৌযান ফেডারেশন। মঙ্গলবার সচিবালয়ে মালিক-শ্রমিক-সরকার পক্ষের মধ্যে দফায় দফায় ত্রিপক্ষীয় বৈঠক শেষে ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এ ঘোষণা দেন।
এর আগে বেলা ২টায় বৈঠকটি শুরু হয়ে রাত সোয়া ১০টায় টানা ৮ ঘণ্টা পর শেষ হয়। বৈঠকে নৌমন্ত্রী শাহজাহান খান সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে ‘ক’ শ্রেণির শ্রমিকদের জন্য সর্বনিম্ন বেতন ১০ হাজার টাকা, ‘খ’ শ্রেণির শ্রমিকদের সর্বনিম্ন বেতন সাড়ে ৯ হাজার টাকা এবং ‘গ’ শ্রেণির শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৯ হাজার টাকা ঘোষণা করেন মন্ত্রী।
তবে এ ক্ষেত্রে শ্রমিক নেতারা ‘ক’ শ্রেণির শ্রমিকদের বেতন পুনঃবিবেচনার আহ্বান জানান।
জবাবে মন্ত্রী শ্রম মন্ত্রণালয় কর্তৃক মজুরি কাঠামোর লক্ষ্যে যে কমিটি গঠন করা হয়েছে, তারা এ বিষয়টি বিবেচনা করবে বলে শ্রমিকদের জানান। দেশের পরিস্থিতি বিবেচনায় নৌযান ধর্মঘট স্থগিত করায় মন্ত্রী শ্রমিকনেতাদের ধন্যবাদ জানান। তবে বৈঠক শেষ না করেই বের হয়ে যায় মালিকপক্ষ।
প্রসঙ্গত, বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গত সাতদিন ধরে নৌযান ধর্মঘট পালন করে আসছিল শ্রমিকরা। তবে গত শুক্রবার যাত্রীবাহী নৌযান ধর্মঘট প্রত্যাহার করে শুধু পণ্যবাহী নৌযান ধর্মঘট বহাল রাখা হয়। মঙ্গলবার প্রায় ৮ ঘণ্টার বৈঠক শেষে মন্ত্রীর আশ্বাসে ধর্মঘট স্থগিত করায় বুধবার থেকে যথারীতি সব ধরনের নৌযান চলাচল করবে।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৬/ এস আহমেদ