জাতীয় পর্যায়ে সপ্তাহব্যাপী আইনগত সহায়তা সেবা দিতে একটি ন্যাশনাল হেল্পলাইন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামীকাল ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে টোল ফ্রি ১৬৪৩০ এ হেল্পলাইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাংলা নিউজের
একইদিন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীন সমগ্র দেশের লিগ্যাল এইড অফিসগুলোর সব তথ্য-উপাত্ত কেন্দ্রীয়ভাবে সংরক্ষণের জন্য একটি ডিজিটাল ডাটাবেজও উদ্বোধন করা হবে।
বিনামূল্যে আইনি সহায়তা সেবা দেওয়া এ সংস্থার সহকারী পরিচালক (সিনিয়র সহকারী জজ) কাজী ইয়াসিন হাবিব বলেন, জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ২৮ এপ্রিল ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন। ওইদিন হেল্পলাইন ও ডাটাবেজ উদ্বোধন হবে।
২০১২ সালে শুরু হওয়ার পর ২০১৬ সালের মার্চ মাস পর্যন্ত ১৬,৫১৭ জনকে হটলাইনের মাধ্যমে আইনি তথ্যসেবা দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৬/শরীফ