বাংলাদেশ সরকার ও দেশটির পুলিশের পক্ষে একা দেশজুড়ে চলমান হত্যাকাণ্ড রোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট। তাই এসব হত্যাকাণ্ড রোধে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সহযোগিতা দিতে চায় বলেও জানান তিনি।
আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে এসব মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত।
উল্লেখ্য, ২৫ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর কলাবাগানে ভাড়া বাসায় দুর্বৃত্তদের হাতে খুন হন মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়। এ ঘটনায় ওইদিন রাতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বার্নিকাট। সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খুনীদের গ্রেফতারের আহ্বান জানান। আর এর দু'দিনের মাথায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৬/শরীফ