বর্তমান সরকারের আমলে মানুষ ঘরেও আর নিরাপদ নয় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে মিলনায়তনে বুধবার দুপুরে এক যৌথসভা শেষে তিনি একথা বলেন। শ্রমিক দিবসের সমাবেশকে সামনে রেখে এই যৌথ সভার আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।
মির্জা ফখরুল বলেন, দেশে গুম-খুন চলছে। মানুষের কোনো নিরাপত্তা নেই। দেশের সব মানুষ নির্যাতিত-নিপীড়িত। এ অবস্থায় অধিকার আদায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শ্রমিক দিবসের সমাবেশ সফল করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, সমাবেশের দিন সকল ওয়ার্ড, থানা থেকে আপনারা সকলে ঐক্যবদ্ধ ভাবে উপস্থিত থেকে সমাবেশ সফল করবেন।
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, ১ মে শ্রমিক দলের আয়োজনে সমাবেশ হবে বিএনপির সর্বকালের সবচেয়ে বড় সমাবেশ। তিনি মহানগরের নেতা-কর্মীদের এ সমাবেশ সফল করার আহ্বান জানান।
প্রসঙ্গত, আসন্ন মে দিবস উপলক্ষ্যে রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।
যৌথসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর বিএনপি নেতা কাজী আবুল বাসার, ইউনুস মৃধা, হারুনুর রশিদ হারুন, ইকবাল হোসেন চৌধুরৗ প্রমুখ।
এছাড়া শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ছাড়াও বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল, ২০১৬/মাহবুব