বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের গহীন অনণ্যে আবারও দাউ দাউ করে জ্বলছে। বুধবার চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের আড়ুয়ার খাল সংলগ্ন তুলাতলী এলাকার লাগা আগুন বিকাল সাড়ে ৪টায় বনজীবীরা দেখতে পেয়ে সুন্দরবন বিভাগকে খবর দেয়।
এদিকে, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলের উদ্যেশ্যে রওনা দিয়েছেন সুন্দরবন বিভাগ এবং ফায়ার সার্ভিসের শরণখোলা ও মোড়েলগঞ্জের দুটি ইউনিট। তবে এবারের আগুন পরিকল্পিতভাবে ধরিয়ে দেওয়া হয়েছে নাকি অন্য ভাবে লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পূর্ব সুন্দরবন বিভাগ। মাত্র এক মাসের ভেতর পূর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জ এলাকায় এটি ৪র্থ দফায় অগ্নিকাণ্ড।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্র্তা এসিএফ মো. বেলায়েত হোসেন বিকালে মুঠোফোনে জানান, কখন আগুন লেগেছে তা এখনই বলা সম্ভব নয়, তবে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের আড়ুয়ার খাল সংলগ্ন তুলাতলী এলাকার বিকাল সাড়ে ৪টার দিকে বনজীবীরা প্রথমে আগুন দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। এরপর সুন্দরবন বিভাগ এবং ফায়ার সার্ভিসের শরণখোলা ও মোড়েলগঞ্জের দুটি ইউনিট ওই এলাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে রওনা দিয়েছেন।
তিনি বলেন, আগুন এখনও দাউ দাউ করে জ্বলছে। এতে বনের গাছপালাসহ নল বোন ও আশপাশের গুল্ম জাতীয় লতাপাতা পুড়ছে। তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে পারেনি বন বিভাগ। আর ফায়ার সার্ভিসের সদস্যদের ঘটনাস্থলে পৌঁছাতেও সন্ধ্যা হয়ে যাবে। এতে আগুন নিভাতে দারুণ বেগ পেতে হবে।
এর আগে নাংলীর একই এলাকায় গত ২৮ মার্চ লাগা আগুনে প্রায় দেড় একর এবং ১২ ও ১৮ এপ্রিল লাগা দুটি নাশকতার আগুনে পুড়ে যায় ১০ একর বনভূমি।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল, ২০১৬/রশিদা/মাহবুব