বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মুফতি হান্নানসহ ৩ জনের মৃত্যুদণ্ড এবং ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। ফলে আসামিরা আপিল না করলে দণ্ড কার্যকরে আইনগত কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা।
হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের স্বাক্ষরের পর বৃহস্পতিবার বিকালে ১৬৭ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি জেল আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে মুফতি হান্নানসহ ৩ জনের ফাঁসি ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখেন হাইকোর্ট।
প্রসঙ্গত, ২০০৪ সালে ২১ মে সিলেটের হজরত শাহজালালের মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা করা হয়। এ হামলায় আনোয়ার চৌধুরী, সিলেট জেলা প্রশাসকসহ প্রায় অর্ধ-শতাধিক ব্যক্তি আহত হন এবং পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হন। ওই দিন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করে কোতোয়ালি থানা পুলিশ।
বিডি-প্রতিদিন/২৮ এপ্রিল, ২০১৬/মাহবুব